জিএমপি‘র টঙ্গী পূর্বথানাধীন এরশাদনগর এলাকায় ৭নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ।
শেখ রাজীব হাসান,গাজীপুর
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গীর এরশাদনগর এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ নির্মুল ও পুলিশী সেবা জনগণের দৌড়গোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে ৭নং বিট পুলিশিং কারযালয়ের শুভ উদ্ভোধন করা হয়েছে। গত বুধবার বিকেল ৪ঘটিকার সময় ৪৯নং ওয়ার্ড শিশু পার্ক মাঠে টঙ্গী পূর্ব থানার অন্তর্গত ৭নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়। টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা কামাল দেওয়ানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ ইলতুৎ মিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ কমিশনার আশরাফুল আলম, সহকারী পুলিশ কমিশনার ক্রাইম শাহাদাত হোসেন, সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার শিরিন, যুবলীগ নেতা আব্দুল জলিল গাজী, ফজল করিম, ছাত্রলীগ নেতা মোক্তার হোসেন, জুয়েল হোসেন জয়, রফিকুল ইসলাম ফিরোজ সরদার প্রমুখ।